সবার জন্য স্বাস্থ্যসেবা | অনলাইন সদস্য রেজিস্ট্রেশন ফর্ম

সবার জন্য স্বাস্থ্যসেবা রেজিস্ট্রেশন ফর্ম

সদস্য হতে এই ফর্মটি পূরণ করুন (সদস্য ফি বাবদ ৫০ টাকা এবং স্বাস্থ্যসেবা পরামর্শ বই বাবদ ৫০ টাকা, সর্বমোট ১০০ টাকা বিকাশে পেমেন্ট করতে হবে।

💳 বিকাশ নম্বর: 01911214142
📌 ধরণ: bKash Payment

নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই bKash-এর মাধ্যমে ১০০ টাকা পেমেন্ট করতে পারবেন:


📱 বিকাশ পেমেন্ট করার সহজ পদ্ধতি:

1. মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *২৪৭# ডায়াল করুন।
2. মেনু থেকে “Payment” (অপশন ৩) সিলেক্ট করুন।
3. Merchant bKash নাম্বার লিখুন: 01911214142
4. টাকার পরিমাণ লিখুন: 100
5. রেফারেন্সে লিখুন: আপনার বইয়ের নম্বর (যেমন: 2563)
6. Counter নম্বর লিখুন: 1
7. এরপর আপনার বিকাশ পিন দিয়ে পেমেন্ট কনফার্ম করুন ✅


🔔 দয়া করে রেফারেন্স হিসেবে অবশ্যই বইয়ের নম্বর দিন, যাতে আপনার পেমেন্ট শনাক্ত করা সহজ হয়।

কোনো সমস্যা হলে যোগাযোগ করুন: 📞 01911-214142

সাধারণ জিজ্ঞাসা:

📌 রেজিস্ট্রেশন করার পর কতদিনে ডাক্তার দেখানো যাবে?
➤ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের প্রতিনিধি সদস্য ফর্ম ও বিকাশ ট্রানজেকশন নাম্বার যাচাই করে সদস্য নিশ্চিত করবেন।

📌 যদি TrxID ভুল হয়?
➤ আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে সঠিক TrxID দিয়ে সদস্য নিশ্চিত করা যাবে।

📌 কোথায় চিকিৎসা পাবো?
➤ পাবনা স্পেশালাইজড হাসপাতাল, মেরিল বাইপাস, শালগাড়িয়া, পাবনা।

📞 কাস্টমার কেয়ার: 01911-214142, 09678-221521
📍 সময়: সকাল ৯টা – রাত ৯টা